জেরুজালেম, ১৬ নভেম্বর – গাজায় একের পর এক সেনা হারাচ্ছে ইসরায়েল। সবশেষ দেশটি আরও দুই ইসরায়েলি ক্যাপ্টেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা আরও দুই সেনার পরিচয় নিশ্চিত হয়েছে। ওই দুই সেনা ক্যাপ্টেন পদমর্যাদার। তারা গাজার উত্তরাঞ্চলে যুদ্ধকালে নিহত হয়েছেন।

নিহত ওই দুই ক্যাপ্টেন হলেন আসাফ মাস্টার ও কিফর ইজহাত। তাদের একজন কিবুতজ ও অন্যজন জেরুজালেমের সেনা। তারা উভয়ে ৪০১ ব্রিগেডের আর্মড ক্রপসের সদস্য। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা আরও দুই সেনা নিহত হওয়ার বিষয় নিশ্চিত হয়েছেন। ওই দুই সেনাও ক্যাপ্টেন পদমর্যাদার।

নিহত ওই দুই সেনা হলেন ৩৭ বছর বয়সী ক্যাপ্টেন ওমরি ইয়োসেফ ডেভিড ও ২৬ বছর বয়সী ক্যাপ্টেন ইয়েদিদা আশের লেভ। বুধবার গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধকালে তারা নিহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।

নিহত ডেভিড কার্মিয়েলের নেগেভ ব্রিগেডের ৯২১৭ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার। আর ইয়েদিদা তাল মেনাশির গিভাতি ব্রিগেডের শ্যাকড ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার।

এরও আগে মঙ্গলবার গাজায় ইসরায়েলের এক মেজরসহ দুই সেনা নিহত হন। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা আরও দুই ইসরায়েলি সেনার পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে একজন মেজর রয়েছেন।

নিহত ওই দুই সেনার মধ্যে একজনের বয়স ২১ বছর। তিনি সার্জেন্ট পদমর্যাদার। তার নাম রোয়ে মারম। তিনি রানানা বাসিন্দা। এ ছাড়া অন্যজন হলেন মেজর রাজ আবুলাফিয়া। তিনি রিশফনের রিজার্ভ ফোর্সের সদস্য। তারা উভয়ে গাজায় যুদ্ধকালে নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত গাজায় স্থল অভিযান শুরু করার পর ৪৮ সেনাকে হারিয়েছে ইসরায়েল।

সূত্র: কালবেলা

 

By Nogor24